শনিবার, ০৩ মে ২০২৫, ০৪:১৮ পূর্বাহ্ন
হাফিজুর রহমান।
রাজারহাট উপজেলা প্রতিনিধি।
রাজারহাটে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শ্রমজীবি ও সামাজিক- সাংস্কৃতিক সংগঠন গুলো কর্মসূচি পালন করে।
বৃহস্পতিবার সকালে রাজারহাট নির্মাণ শ্রমিক কল্যাণ সংস্থা, কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন,রাজারহাট নির্মাণ শ্রমিক ইউনিয়ন, রাজারহাট উপজেলা নির্মাণ (ইলেকট্রিক মিস্ত্রী) শ্রমিক ইউনিয়ন,ইমারত শ্রমিক ইউনিয়ন,বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন,ট্রাক কাভার্ট ভ্যান,মটর শ্রমিক এবং লেবার শ্রমিক ইউনিয়ন সহ অন্যান্য সংগঠন গুলো নিজ নিজ সংগঠনের ব্যানারে উপজেলা শহরে র্যালি প্রদর্শন ও আলোচনা সভা করে।
রাজারহাট ইউনিয়ন পরিষদ চত্ত্বরে কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন উপ-কমিটি আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল ইমরান ও বিশেষ অতিথি হিসেবে রাজারহাট থানার অফিসার ইনচার্জ তছলিম উদ্দিন বক্তৃতা করেন। এতে রাজারহাট উপজেলা বিএনপির আহবায়ক আনিছুর রহমান,সদস্য সচিব শহিদুল ইসলাম, বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন উপ-কমিটির সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক আলম মিয়া, কোষাধ্যক্ষ ইয়াছিন আলী সহ অনেকে বক্তব্য দেন।
এছাড়া রাজারহাট নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে সভাপতি ছাদেকুল ইসলাম, রুবেল মিয়া,রাজারহাট উপজেলা নির্মাণ (ইলেকট্রিক মিস্ত্রী) শ্রমিক ইউনিয়ন অফিসে সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, দপ্তর সম্পাদক মাসুদ রানা মিঠু, ইমারত শ্রমিক ইউনিয়ন অফিসে সভাপতি রফিকুল, সাধারণ সম্পাদক আব্দুস ছালাম সহ অন্যান্য সংগঠনের অফিস গুলোতে নিজ নিজ সংগঠনের নেতৃবৃন্দ আলোচনা সভায় অংশ গ্রহন করেন।