বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৭:৪১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: শপথ গ্রহণের পর নিজ অর্থায়নে রাস্তা মেরামত করে এলাকাবাসীকে তাক লাগিয়ে দিলেন কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান শাহজাহান আলী সোহাগ
আজ রোববার বিকেলে উপজেলা ভাইস চেয়ারম্যান নিজ অর্থায়নে ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবী ইউনিয়নের মইদাম টু বাঁশজানী রাস্তার মইদাম এলাকার গাবতলায় ভাঙা রাস্তায় বালুর বস্তা ফেলে যান চলাচলের জন্য নিজেই উপস্থিত থেকে কাজের তদারকি করেন এবং রাস্তা মেরামতের কাজ সম্পূর্ণ করেন।
এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, টানা বৃষ্টিপাতে রাস্তার পাশে পুকুর থাকায় ইদুরের গর্ত দিয়ে পানি রাস্তার নিচ দিয়ে অপর পাশে চলে যায় আর রাস্তার নিচ দিয়ে গর্ত হয়ে রাস্তা ভেঙে পড়ে যায় ৷ যার কারণে অনেক যানবাহন এ রাস্তা দিয়ে আসতে দুর্ঘটনার শিকার হয়।
উপজেলা ভাইস চেয়ারম্যান তার দেয়া কথা রেখেছেন। এই রাস্তা সংস্কারের মধ্য দিয়ে এলাকাবাসীর সমস্যার লাঘব হবে। আমরা আশাবাদী উপজেলা ভাইস চেয়ারম্যান তার দেয়া প্রতিটি কথা পালন করে উপজেলাকে আধুনিক উপজেলায় রূপান্তর করবেন।
উপজেলার ভাইস চেয়ারম্যান শাহজাহান আলী সোহাগ বলেন সড়কে চলাচলে মানুষের দুর্ভোগ লাঘবে সরকারি বরাদ্দের দিকে না তাকিয়ে দ্রুত নিজ অর্থায়নে রাস্তাগুলো মেরামত করার চেষ্টা করছি। আশা করি এভাবেই সব সময় জনগণের পাশে থাকবো ইনশাআল্লাহ ৷