মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ১০:৪৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
ভূরুঙ্গামারীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাকপ্রতিবন্ধী নারীর ফ্যাসিবাদের পক্ষে সম্মতি উৎপাদন না করতে গণমাধ্যমের প্রতি তথ্য উপদেষ্টার আহ্বান হাবিপ্রবির নিজস্ব ব্যবস্থাপনায় সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে স্নাতক পর্যায়ের ভর্তি পরীক্ষা-২০২৫ শুরু পাঁচবিবিতে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত মেহেরপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিদায় সংবর্ধনা কুড়িগ্রামে চলন্ত ট্রেনের সঙ্গে ট্রাক্টরের ধাক্কায় আহত-২ কুড়িগ্রামে বুড়ি তিস্তা রক্ষায় মানববন্ধন টেকনাফে পৃথক অভিযানে ১ লক্ষ ২০ হাজার ইয়াবা দেশীয় মদসহ আটক-২, মহানন্দা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া এক যুবকের লাশ উদ্ধার ভূরুঙ্গামারীতে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ পাকা হওয়ার আগেই উঠে যাচ্ছে কার্পেটিং, দেখা দিচ্ছে ফাটল

গাজীপুরে ডাকাত দলের ৪ সদস্য গ্ৰেফতার

 

সুরুজ্জামান রাসেল গাজীপুর প্রতিনিধি:

 

গাজীপুর মহানগরীতে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতির আলামতসহ ৪ জন ডাকাত দলের সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি উত্তর)। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (মিডিয়া)।

জানা যায়, সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি (উত্তর) বিভাগের উপ পুলিশ কমিশনারের দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক টিম বাসন থানার পেয়ারা বাগান এলাকায় গাজীপুর টু টাঙ্গাইল মহাসড়কে অভিযান পরিচালনা করে। এসময় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতারকৃত আসামী মোঃ আবুল হোসেনের কাছ থেকে একটি ২০ মি.মি লোহার রড ও ০১ টি কালো রংয়ের প্লাষ্টিকের হাতলযুক্ত চাকু, আসামী আসলামের কাছ থেকে ০১ টি ২০ মি.মি. লোহার রড়, আসামী মোঃ আরিফ মিয়ার কাছ থেকে ০১টি কালো রংয়ের প্লাস্টিকের হাতলযুক্ত চাকু এবং আসামী মোঃ আনিসের কাছ থেকে ০১টি লাল রংয়ের প্লাষ্টিকের হাতলযুক্ত স্ক্রু ড্রাইভারসহ ডাকাতচক্রকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ডাকাত দলের সদস্যরা পুলিশকে জানায়,
নিয়মিত ভোগড়া বাইপাস হইতে গাজীপুর হাইওয়ে ও আশপাশ এলাকায় ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ করে আসতেছে। উল্লেখিত ঘটনায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারায় জিএমপি বাসন থানা ৩০ নং মামলাটি রুজু করা হয়েছে এবং আসামীদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়াও ধৃত এই ডাকাত দলের সদস্যদের বিরুদ্ধে বাসন ও সদর থানায় একাধিক মাদক ও ডাকাতির মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত