রবিবার, ১১ মে ২০২৫, ১২:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসায় অবহেলায় শিশুর মৃত্যুর অভিযোগ নতুন চায়ের দোকান নিয়ে মোহাম্মদ নাজিম ভাইয়ের পাশে আল মুসাইদাহ ফাউন্ডেশন বগুড়ায় আলোচিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী ঝুমুর সরকার আটক ডিসের লাইনে এনালগ বন্ধ ও ডিজিটাল চালু করনে ফুলবাড়ীতে স্যাট ভিশনের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। ‎খুলনায় তারুন্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার  সমাবেশ সফল করার লক্ষ্যে সেচ্ছাসেবকদলের প্রস্তুতি সভা। চুয়াডাঙ্গা জেলার জীবনগর উপজেলায় আজ শনিবার বেলা ১১ টায় জীবননগরের উথলী ডিগ্রী কলেজ হলরুমে চুয়াডাঙ্গা জেলা কৃষক জোটের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর মুজিবনগরে ভুয়া চিকিৎসকের ৩ মাস, সহযোগীর ১ মাস কারাদণ্ড চিলমারীতে মৃত্যু হওয়া অজ্ঞাত ব্যক্তির লাশ কুড়িগ্রামে দাফন  মরহুম এনামুল হক কাদা মিয়ার ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে উদ্বোধন হলো মাসব্যাপী শিল্পপণ্য ও বাণিজ্য মেলা 

ভূরুঙ্গামারীতে নাশকতা মামলায় ইউপি সদস্যসহ গ্রেফতার ৩

ফাতেমা আক্তার লিজা
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় রাজনৈতিক সহিংসতা ও নাশকতা সৃষ্টির অভিযোগে বিশেষ অভিযানে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে একজন উপজেলার সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচিত সদস্য এবং অপর দুইজন স্থানীয় যুবলীগ ও আওয়ামী লীগের নেতৃস্থানীয় ব্যক্তি। ৯ মে (শুক্রবার ) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আজ ১০ মে (শনিবার) তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার সদর ইউনিয়নের নলেয়া গ্রামের মৃত আনছার আলীর পুত্র উপজেলা যুবলীগের সক্রিয় সদস্য , ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলাম রিপন (৪৫)
তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর মৃত আব্দুর রহিম এর পুত্র, ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি গোলাম মোস্তফা (৫২)

সোনাহাট ইউনিয়নের চর বলদিয়া গ্রামের মৃত আলহাজ আজিজুল হক এর পুত্র যুবলীগের ৭নং ওয়ার্ড এত সভাপতি মোঃ ইব্রাহিম (৪০)।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আল হেলাল মাহমুদ জানান, সাম্প্রতিক সময়ে উপজেলায় সংঘটিত কিছু নাশকতামূলক ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। ইতোমধ্যে তাদের বিরুদ্ধে একটি নাশকতা মামলা রুজু করা হয়েছে এবং তদন্তের স্বার্থে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

এদিকে, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের গ্রেফতারের ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পুলিশ নিরবচ্ছিন্ন টহল ও নজরদারি চালিয়ে যাচ্ছে।

 

 

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত