শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৫:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
দামুড়হুদা জয়রামপুরে ট্রেন থেকে পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু অফিস থেকে ফেরা হলো না আর বাড়ি। কালিয়াকৈরে বসতবাড়িতে ডাকাতি টাকা, স্বর্ণালংকারসহ মালামাল লুট  হত্যাসহ একাধিক মামলায় আদালতে সাবেক এমপি মমতাজ বেগম শেরপুরের শ্রীবরদীতে সেনাবাহিনীর মাদক বিরোধী অভিযান রূপগঞ্জে কোরবানীর পশুর পরিচর্চায় ব্যস্ত খামারি চাহিদার তুলনায় পশুর সংখ্যা বেশি মৌলভীবাজারে কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা সম্পন্ন: অংশ নেন ২৭৪ প্রার্থী বিবিডিএন-এর সহায়তায় দিনাজপুরে কর্মসংস্থানের সুযোগ পেলেন প্রতিবন্ধী ব্যক্তিরা ডিসির স্বাক্ষর জাল: কক্সবাজারে ভূয়া সাংবাদিক আটক নোয়াখালীতে পুরনো কবর ভেঁকু দিয়ে খুঁড়ে নতুন মসজিদ নির্মাণে দ্বন্দ্ব

মতানৈক্য দূর করে ঐক্যবদ্ধ হোন। জামায়াতকে শায়েখে চরমোনাই

নিজস্ব প্রতিবেদকঃ মতানৈক্য দূর করে একই আদর্শের দলগুলোর সঙ্গে ঐক্যবদ্ধ হতে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম।

তিনি বলেন, ‘নৈতিক আদর্শের মিল না থাকলে ঐক্য হয় না। এটা চমৎকার সুযোগ। অনৈতিক লোক দেখানো কোনো ঐক্য আমরা চাই না। ঐক্য হতে হবে টেকসই, যেটা ভাঙবে না, ফাটল ধরবে না।

 

শুক্রবার (৩০ আগস্ট) বিকেলে রাজধানীর শাহবাগে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদ ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে গণহত্যার বিচারের দাবি জানানো হয়।

সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেন, ‘আমি জামায়াতকে বলবো, আপনারা যদি মনে করেন আমাদের কোনোরকম বুঝিয়ে-শুনিয়ে এই নির্বাচনী তরি পাড়ি দিবেন, এটা আমাদের দ্বারা সম্ভব না। আপনারা আসুন, বসুন। মতানৈক্য দূর করে ঐক্যবদ্ধ হোন। যেই ঐক্য কেউ ভাঙতে পারবে না।’

 

তিনি বলেন, ‘ভারত ফারাক্কায় বাঁধ দিয়েছে। তিস্তার সমস্যা সমাধান করেনি। ভারত প্রতিবছর বাংলাদেশের মানুষকে পানি ছেড়ে ডুবিয়ে দেয়। বাংলাদেশের মানুষকে নাস্তিক বানানোর ষড়যন্ত্র করা হয়েছে।’

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির বলেন, ‘বর্তমান সরকারকে আলেম ওলামা ও জ্ঞানীদের দিয়ে নতুন শিক্ষা কমিশন করতে হবে। ৯২ শতাংশ মানুষের চিন্তা চেতনা বাদ দিয়ে কোনো সিলেবাস হতে পারে না।’

 

আগামীর বাংলাদেশ হবে বৈষম্যবিরোধী- এমন মন্তব্য করে তিনি বলেন, ‘এখানে সবার অধিকার থাকবে। এ বাংলাদেশ সবার বাংলাদেশ। ভেদাভেদ সৃষ্টির বাংলাদেশ আমরা চাই না। কেউ থাকবে ১০ তলায়, কেউ খাবে কেউ খাবে না- সে বাংলাদেশ দেখতে চাই না। বাংলাদেশের সব নাগরিকের সমান সুযোগ সুবিধা থাকতে হবে।’

সংবাদটি শেয়ার করুন :

১০

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত