বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১১:০৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর বাসির মানববন্ধন অনুষ্ঠিত ময়মনসিংহের ভালুকায় হাইওয়ে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত বিএসটিআই’র যৌথ অভিযানে দুই প্রতিষ্ঠানের জরিমানা নোয়াখালীতে যুবককে গুলি করে হত্যা, গ্রেপ্তার-৩ চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ১ জন আটক গোবিন্দগঞ্জে বাড়ীতে হামলা ও বাবা-মাকে মারধর করে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ, ৩ ঘন্টা পর উদ্ধার, মূল অভিযুক্ত সঞ্চয় গ্রেফতার নওগাঁর পোরশায় ৮ম শ্রেনীর ছাত্রীকে পালাক্রমে গণধর্ষণের মামলায় দুইজন যুবককে যাবজ্জীবন কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অভিযানে চুরি হওয়া গরুসহ দুই চোর গ্রেফতার  পুলিশ সপ্তাহ-২০২৫ উপলক্ষে মৌলভীবাজার জেলা পুলিশের ভার্চুয়াল অংশগ্রহণ মেহেরপুরে নিম্ন আদালতের দলবাজ ও দুর্নীতিবাজ বিচারকদের অপসারণের দাবিতে মানববন্ধন

বারবার ভেঙে পড়ছে সোনাহাট সেতু, আবারো বন্ধ ভারী যান চলাচল

ফাতেমা আক্তার লিজা: ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সোনাহাট বেইলী সেতুর পাটাতন আবারও ভেঙে পড়েছে। এর ফলে মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ৬টার দিকে থেকে সেতুতে ভারী যান চলাচল বন্ধ রয়েছে। সেতুর মাঝখানের একটি পাটাতন ভেঙে পড়ায় উভয় পাশে আটকে পড়েছে দুই শতাধিক পাথর ও কয়লা বোঝাই ট্রাক। এতে সীমান্ত বাণিজ্য এবং স্থানীয় পরিবহন কার্যক্রমে চরম বিপর্যয় দেখা দিয়েছে।

স্থানীয় চালক ও ব্যবসায়ীরা জানান, এ ধরনের ঘটনা নতুন নয়। অতীতেও একাধিকবার সেতুর পাটাতন ভেঙে দুর্ঘটনা ও যান চলাচলে বিঘ্ন ঘটেছে। প্রতিবারই কেবল সাময়িক মেরামতের মাধ্যমে সমস্যার সমাধান করা হয়েছে। এতে দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ এই সেতুর ওপরই নির্ভর করতে হচ্ছে এলাকাবাসী ও পণ্যবাহী যানবাহনগুলোকে।

বর্তমানে ভারী যান চলাচল পুরোপুরি বন্ধ থাকলেও হালকা যানবাহন, মোটরসাইকেল ও পথচারীরা সীমিতভাবে চলাচল করছে। কিন্তু সেতুর দুই পাশে যানজট ও জনদুর্ভোগ তীব্র আকার ধারণ করেছে।

স্থানীয়রা জানান, বিকল্প সড়ক ও নতুন সেতু নির্মাণের কাজ বহু আগেই শুরু হয়েছে, কিন্তু এখনো তা শেষ হয়নি। তাই বাধ্য হয়ে পুরনো বেইলী সেতুর ওপরেই ভরসা রাখতে হচ্ছে।

এ বিষয়ে কুড়িগ্রাম সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম বলেন, “সেতুর মেরামতের কাজ দ্রুততার সঙ্গে শুরু হয়েছে। চেষ্টা করছি যত দ্রুত সম্ভব যান চলাচল স্বাভাবিক করতে। আজ রাতের মধ্যেই সেতুটি যান চলাচলের উপযোগী করতে পারবো বলে আশা করছি।”

তবে সচেতন মহল বলছে, বারবার সংস্কার নয়, এই সেতুর স্থায়ী সমাধান এবং বিকল্প অবকাঠামোর কাজ দ্রুত সম্পন্ন করাই এখন সময়ের দাবি।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত