বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৬:৪৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
দুদকের চোখে চৌদ্দগ্রামের সড়ক প্রকল্প: ১.৬৮ কোটি টাকার উন্নয়ন কাজ ঘিরে দায়মুক্ত দুর্নীতির আলামত কুড়িগ্রামে নিজের দেওয়া ফাঁদে নিজেই নিহত স্বৈরাচারের দোসর কীভাবে বিআরডিবির চেয়ারম্যান?—সাধারণ মানুষের তীব্র প্রশ্নে মুখর ব্রাহ্মণপাড়া বগুড়ায় অটোরিকশা চালক হত্যা মামলায় মৃত্যুদন্ড ২ হাতিয়া স্টুডেন্ট ফোরাম, চবি’র ৭ম কার্যকরী কমিটি গঠন নোয়াখালীতে বিস্ফোরক মামলায় বিএডিসির গুদামরক্ষক গ্রেপ্তার কম্পিউটার নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণের সমাপনী ও সাটিফিকেট প্রদান মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির সেমিনার; কুইজ প্রতিযোগিতা ও র‍্যফেল ড্র অনুষ্ঠিত গাজীপুরে মাওলানা রইস উদ্দিনকে নির্যাতনের পর কারাগারে মৃত্যু : সারাদেশে বিক্ষোভ-সমাবেশে উত্তাল আহলে সুন্নাত জনতা, ৭২ ঘণ্টার আলটিমেটাম চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর বাসির মানববন্ধন অনুষ্ঠিত

মতানৈক্য দূর করে ঐক্যবদ্ধ হোন। জামায়াতকে শায়েখে চরমোনাই

নিজস্ব প্রতিবেদকঃ মতানৈক্য দূর করে একই আদর্শের দলগুলোর সঙ্গে ঐক্যবদ্ধ হতে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম।

তিনি বলেন, ‘নৈতিক আদর্শের মিল না থাকলে ঐক্য হয় না। এটা চমৎকার সুযোগ। অনৈতিক লোক দেখানো কোনো ঐক্য আমরা চাই না। ঐক্য হতে হবে টেকসই, যেটা ভাঙবে না, ফাটল ধরবে না।

 

শুক্রবার (৩০ আগস্ট) বিকেলে রাজধানীর শাহবাগে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদ ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে গণহত্যার বিচারের দাবি জানানো হয়।

সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেন, ‘আমি জামায়াতকে বলবো, আপনারা যদি মনে করেন আমাদের কোনোরকম বুঝিয়ে-শুনিয়ে এই নির্বাচনী তরি পাড়ি দিবেন, এটা আমাদের দ্বারা সম্ভব না। আপনারা আসুন, বসুন। মতানৈক্য দূর করে ঐক্যবদ্ধ হোন। যেই ঐক্য কেউ ভাঙতে পারবে না।’

 

তিনি বলেন, ‘ভারত ফারাক্কায় বাঁধ দিয়েছে। তিস্তার সমস্যা সমাধান করেনি। ভারত প্রতিবছর বাংলাদেশের মানুষকে পানি ছেড়ে ডুবিয়ে দেয়। বাংলাদেশের মানুষকে নাস্তিক বানানোর ষড়যন্ত্র করা হয়েছে।’

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির বলেন, ‘বর্তমান সরকারকে আলেম ওলামা ও জ্ঞানীদের দিয়ে নতুন শিক্ষা কমিশন করতে হবে। ৯২ শতাংশ মানুষের চিন্তা চেতনা বাদ দিয়ে কোনো সিলেবাস হতে পারে না।’

 

আগামীর বাংলাদেশ হবে বৈষম্যবিরোধী- এমন মন্তব্য করে তিনি বলেন, ‘এখানে সবার অধিকার থাকবে। এ বাংলাদেশ সবার বাংলাদেশ। ভেদাভেদ সৃষ্টির বাংলাদেশ আমরা চাই না। কেউ থাকবে ১০ তলায়, কেউ খাবে কেউ খাবে না- সে বাংলাদেশ দেখতে চাই না। বাংলাদেশের সব নাগরিকের সমান সুযোগ সুবিধা থাকতে হবে।’

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত