বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৭:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
দুদকের চোখে চৌদ্দগ্রামের সড়ক প্রকল্প: ১.৬৮ কোটি টাকার উন্নয়ন কাজ ঘিরে দায়মুক্ত দুর্নীতির আলামত কুড়িগ্রামে নিজের দেওয়া ফাঁদে নিজেই নিহত স্বৈরাচারের দোসর কীভাবে বিআরডিবির চেয়ারম্যান?—সাধারণ মানুষের তীব্র প্রশ্নে মুখর ব্রাহ্মণপাড়া বগুড়ায় অটোরিকশা চালক হত্যা মামলায় মৃত্যুদন্ড ২ হাতিয়া স্টুডেন্ট ফোরাম, চবি’র ৭ম কার্যকরী কমিটি গঠন নোয়াখালীতে বিস্ফোরক মামলায় বিএডিসির গুদামরক্ষক গ্রেপ্তার কম্পিউটার নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণের সমাপনী ও সাটিফিকেট প্রদান মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির সেমিনার; কুইজ প্রতিযোগিতা ও র‍্যফেল ড্র অনুষ্ঠিত গাজীপুরে মাওলানা রইস উদ্দিনকে নির্যাতনের পর কারাগারে মৃত্যু : সারাদেশে বিক্ষোভ-সমাবেশে উত্তাল আহলে সুন্নাত জনতা, ৭২ ঘণ্টার আলটিমেটাম চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর বাসির মানববন্ধন অনুষ্ঠিত

তাবলীগ জামাতের ঘটনায় জড়িতদের বিচার দাবি ইসলামী আন্দোলনের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা (দৈনিক সরেজমিন) : ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আজ বুধবার দুপুরে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে আলোচনায় উদ্বেগ ও এসব দাবির কথা তুলে ধরেন মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম।

তাবলিগ জামাতের দুই পক্ষের সংঘর্ষে হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দোষী ব্যক্তিদের বিচারের দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম। যাঁদের ইন্ধনে এ ঘটনা ঘটেছে এবং যাঁরা সরাসরি হামলা চালিয়েছে, তাঁদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা এবং নিহত ব্যক্তিদের ক্ষতিপূরণসহ আহত ব্যক্তিদের সুচিকিৎসা নিশ্চিত করার দাবিও জানান তিনি।

আজ বুধবার দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় নেতা–কর্মীদের সঙ্গে আলোচনায় উদ্বেগ এবং এসব দাবির কথা তুলে ধরেন ফয়জুল করিম। ইসলামী আন্দোলন বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আজ বুধবার দুপুরে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে আলোচনায় উদ্বেগ ও এসব দাবির কথা তুলে ধরেন মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম।

তাবলিগ জামাতের দুই পক্ষের সংঘর্ষে হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দোষী ব্যক্তিদের বিচারের দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম। যাঁদের ইন্ধনে এ ঘটনা ঘটেছে এবং যাঁরা সরাসরি হামলা চালিয়েছে, তাঁদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা এবং নিহত ব্যক্তিদের ক্ষতিপূরণসহ আহত ব্যক্তিদের সুচিকিৎসা নিশ্চিত করার দাবিও জানান তিনি।

আজ বুধবার দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় নেতা–কর্মীদের সঙ্গে আলোচনায় উদ্বেগ এবং এসব দাবির কথা তুলে ধরেন ফয়জুল করিম। ইসলামী আন্দোলন বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

ফয়জুল করিম বলেন, মাওলানা সাদের কিছু বক্তব্যকে কেন্দ্র করে তাবলিগ জামাতের দুটি ধারা তৈরি হয়েছে; যা দুঃখজনক হলেও একে কেন্দ্র করে দুই পক্ষের সংঘাতে জড়িয়ে পড়া উদ্বেগজনক এবং মুসলিম উম্মাহর জন্য খারাপ দৃষ্টান্ত। ইসলামের দাওয়াতি মেজাজ, তাবলিগের ইতিহাস, চরিত্র বিবেচনায় এমন হানাহানি ও মৃত্যুর কথা চিন্তাও করা যায় না।

বিবদমান দুই পক্ষের নেতাদের নিজেদের সমস্যা নিজেদেরই সমাধান করার আহ্বান জানিয়ে ফয়জুল করিম বলেন, ‘দেশের সর্বজনস্বীকৃত উলামায়ে কেরাম এবং প্রয়োজনবোধে দেওবন্দ, করাচি ও আরবের সর্বজনস্বীকৃত উলামায়ে কেরামের সমন্বয়ে গঠিত কমিটির মাধ্যমে সমস্যার সমাধান করুন। কিন্তু এ ধরনের হানাহানি পরিহার করুন।’

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম আজ বিকেলে কাকরাইলে মারকাজ মসজিদে উপস্থিত হয়ে দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে আলোচনা করেন। এ সময় ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, উপদেষ্টা পরিষদের সদস্য আতিয়ার রহমান, দপ্তর সম্পাদক মাওলানা লোকমান জাফরী প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত