বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৫:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
কুড়িগ্রামে নিজের দেওয়া ফাঁদে নিজেই নিহত স্বৈরাচারের দোসর কীভাবে বিআরডিবির চেয়ারম্যান?—সাধারণ মানুষের তীব্র প্রশ্নে মুখর ব্রাহ্মণপাড়া বগুড়ায় অটোরিকশা চালক হত্যা মামলায় মৃত্যুদন্ড ২ হাতিয়া স্টুডেন্ট ফোরাম, চবি’র ৭ম কার্যকরী কমিটি গঠন নোয়াখালীতে বিস্ফোরক মামলায় বিএডিসির গুদামরক্ষক গ্রেপ্তার কম্পিউটার নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণের সমাপনী ও সাটিফিকেট প্রদান মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির সেমিনার; কুইজ প্রতিযোগিতা ও র‍্যফেল ড্র অনুষ্ঠিত গাজীপুরে মাওলানা রইস উদ্দিনকে নির্যাতনের পর কারাগারে মৃত্যু : সারাদেশে বিক্ষোভ-সমাবেশে উত্তাল আহলে সুন্নাত জনতা, ৭২ ঘণ্টার আলটিমেটাম চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর বাসির মানববন্ধন অনুষ্ঠিত ময়মনসিংহের ভালুকায় হাইওয়ে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

বারবার ভেঙে পড়ছে সোনাহাট সেতু, আবারো বন্ধ ভারী যান চলাচল

ফাতেমা আক্তার লিজা: ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সোনাহাট বেইলী সেতুর পাটাতন আবারও ভেঙে পড়েছে। এর ফলে মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ৬টার দিকে থেকে সেতুতে ভারী যান চলাচল বন্ধ রয়েছে। সেতুর মাঝখানের একটি পাটাতন ভেঙে পড়ায় উভয় পাশে আটকে পড়েছে দুই শতাধিক পাথর ও কয়লা বোঝাই ট্রাক। এতে সীমান্ত বাণিজ্য এবং স্থানীয় পরিবহন কার্যক্রমে চরম বিপর্যয় দেখা দিয়েছে।

স্থানীয় চালক ও ব্যবসায়ীরা জানান, এ ধরনের ঘটনা নতুন নয়। অতীতেও একাধিকবার সেতুর পাটাতন ভেঙে দুর্ঘটনা ও যান চলাচলে বিঘ্ন ঘটেছে। প্রতিবারই কেবল সাময়িক মেরামতের মাধ্যমে সমস্যার সমাধান করা হয়েছে। এতে দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ এই সেতুর ওপরই নির্ভর করতে হচ্ছে এলাকাবাসী ও পণ্যবাহী যানবাহনগুলোকে।

বর্তমানে ভারী যান চলাচল পুরোপুরি বন্ধ থাকলেও হালকা যানবাহন, মোটরসাইকেল ও পথচারীরা সীমিতভাবে চলাচল করছে। কিন্তু সেতুর দুই পাশে যানজট ও জনদুর্ভোগ তীব্র আকার ধারণ করেছে।

স্থানীয়রা জানান, বিকল্প সড়ক ও নতুন সেতু নির্মাণের কাজ বহু আগেই শুরু হয়েছে, কিন্তু এখনো তা শেষ হয়নি। তাই বাধ্য হয়ে পুরনো বেইলী সেতুর ওপরেই ভরসা রাখতে হচ্ছে।

এ বিষয়ে কুড়িগ্রাম সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম বলেন, “সেতুর মেরামতের কাজ দ্রুততার সঙ্গে শুরু হয়েছে। চেষ্টা করছি যত দ্রুত সম্ভব যান চলাচল স্বাভাবিক করতে। আজ রাতের মধ্যেই সেতুটি যান চলাচলের উপযোগী করতে পারবো বলে আশা করছি।”

তবে সচেতন মহল বলছে, বারবার সংস্কার নয়, এই সেতুর স্থায়ী সমাধান এবং বিকল্প অবকাঠামোর কাজ দ্রুত সম্পন্ন করাই এখন সময়ের দাবি।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত